২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী প্রতিটি প্রতিষ্ঠান সাপ্তাহিক গড়ে ১ হাজার ৮৭৬টি সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে। এ সংখ্যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ ও আগের প্রান্তিকের তুলনায় ১৫ শতাংশ বেশি। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান চেক পয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রকাশিত প্রতিবেদন বলছে, এ সময় সাইবার হামলায় সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল শিক্ষা ও গবেষণা খাত। এ ধরনের প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে ৩ হাজার ৮২৮টি সাপ্তাহিক আক্রমণ রেকর্ড করা হয়েছে। এর পরেই ছিল সরকার/সামরিক ও স্বাস্থ্যসেবা খাত। এসব প্রতিষ্ঠান সপ্তাহে যথাক্রমে ২ হাজার ৫৫৩ ও ২ হাজার ৪৩৪টি আক্রমণের সম্মুখীন হয়েছে। গত প্রান্তিকে সবচেয়ে বেশি সাইবার হামলা বেড়েছে হার্ডওয়্যার শিল্পে, যা বার্ষিক হিসাবে ১৯১ শতাংশ।