ইন্টারনেট ব্যবহারে নিত্যসঙ্গী চ্যাটজিপিটি ও জেমিনির মতো এআই চ্যাটবট। তবে যত বেশি এআই চ্যাটবটের ব্যবহার বাড়ছে, তথ্য বেহাত হওয়ার ঝুঁকিও তত বাড়ছে। এজন্য কিছু তথ্য এআই চ্যাটবটে না দেয়ার পরামর্শ দেয়া হয়—
আর্থিক বিবরণী
আর্থিক বিষয়সহ সব ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম এআই চ্যাটবট। উত্তর দিতে অসমর্থ হলে তাও জানিয়ে দেয় প্রযুক্তিটি। এসব কারণে এক ধরনের বিশ্বাস কাজ করতে পারে। তবে এখানে কখনই নিজের আর্থিক বিবরণী শেয়ার করা নিরাপদ নয়। প্রশিক্ষণের অংশ হিসেবে যেহেতু তথ্য সংরক্ষিত থাকে, এ অবস্থায় স্পর্শকাতর তথ্য হাকিংয়ের শিকার হলে স্প্যামারদের হাতে পড়ে অর্থ খুঁইয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।