ফাঁকা পড়ে আছে পদ্মা সেতুর বিলাসবহুল অতিথিশালা

বণিক বার্তা প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু থেকে নেমে বাঁ দিকে তাকালেই চোখে পড়ে লাল ভবনের সারি। নদীতীরেই ৫৫ একর এলাকাজুড়ে বৃত্তাকারে গড়ে তোলা হয়েছে ৩০টি ডুপ্লেক্স বাড়ি। প্রতিটির আয়তন তিন হাজার বর্গফুট। ভেতরে সব দামি আসবাব আর তৈজসপত্রের সমাহার। বিলাসবহুল এ অতিথিশালা নির্মাণ হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায়। দৃষ্টিনন্দন ভবন ছাড়াও সেখানে রয়েছে সুইমিংপুল, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, জিমনেশিয়ামসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা।


সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতু ঘিরে পর্যটনের সম্ভাবনার কথা চিন্তা করেই মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। যদিও প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অতিথিশালার কয়েকটি বাড়ি শুরুতে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারাই কেবল ব্যবহার করতেন। পরিদর্শনে গিয়ে মাঝেমধ্যে থাকতেন সরকারের মন্ত্রী-আমলারাও। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় এখন আর কোনো বাড়িই ব্যবহার হচ্ছে না। অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে দামি সব অবকাঠামো আর আসবাব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us