অ্যান্টিগার পর জ্যামাইকাতেও সেই পুরনো চেহারায় বাংলাদেশের ব্যাটিং। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে অল-আউট হয়ে গেছে। এর মাঝে ৬৪ রান একাই করেছেন ওপেনার সাদমান ইসলাম, যিনি নিজেও অধারাবাহিক। বাংলাদেশ প্রথম ইনিংসে খেলতে পেরেছে ৭১.৫ ওভার। ১ উইকেটে ৭০ রান নিয়ে দিন শেষ করেছে উইন্ডিজ।
গতকাল রবিবার ২ উইকেটে ৬৯ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। সাদমান ১৩৭ বলে ৫ চার ১ ছক্কায় করেন ৬৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। মুমিনুল হক আগের দিনই ডাক মেরেছিলেন। এদিন শাহাদত হোসেন দিপু ২২, লিটন দাস আর জাকের আলী দুজনেই ১ রান করে আউট হয়ে যান। মিডল অর্ডারে অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে ৩৬ রান, তাইজুলের অবদান ১৬।