গত তিন দশকে চীনের দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বৃদ্ধি—দেশটিকে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক শক্তিকেন্দ্র হিসেবে উত্তরণ ঘটিয়েছে।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক প্রতিবেদনে স্বীকার করে নেওয়া হয়, চীনই যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিদ্বন্দ্বী যে দেশটির আন্তর্জাতিক ব্যবস্থা নতুন করে সাজানোর সক্ষমতা আছে। চীন পরাশক্তি হিসেবে তার মর্যাদাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।
জাতীয় পুনর্জীবন কৌশলে চীনের একেবারে কেন্দ্রে রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)। চীনের টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বৈশ্বিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ এটি। এ কৌশলটি চীনের সামরিক-বেসামরিক একীভবন (এমসিএফ) ধারণার সঙ্গে মিলে যায়। এ ধারণার মূলে রয়েছে, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামরিক সক্ষমতা সমান্তরালে বাড়তে থাকবে।