‘প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে রেকর্ড গড়লেন, এবার পরে ব্যাটিং করে আরেকটি...’ অর্ধেক শুনেই মুচকি হাসলেন নিগার সুলতানা। প্রশ্নের বাকিটা শেষ হতেই ফের হাসি দিয়ে তিনি বললেন, ‘আমরা যা-ই করছি, রেকর্ড হয়ে যাচ্ছে।’ পরে শেষ ম্যাচে আরেকটি মাইলফলকে চোখ রাখার কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক।
উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ জিতে এরই মধ্যে ৪ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও তারা পেয়েছে অনায়াস জয়। দুই ম্যাচেই গড়েছে রেকর্ড।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ ২৫২ রান করে স্বাগতিকরা পায় রেকর্ড ১৫৪ রানের জয়। দুই দিন পর মিরপুরেই দেশের মাটিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে তারা; সহজেই টপকে গেছে ১৯৪ রানের লক্ষ্য।
অভিজ্ঞ ফারজানা হকের ফিফটির সঙ্গে শারমিন আক্তার ৪৩ ও নিগার ৪০ রানের ইনিংস খেলে ৩৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন। দারুণ অধিনায়কত্বের পাশাপাশি ৩৯ বলের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতেন নিগার।
এই জয়ে সিরিজের ট্রফি জয়ও নিশ্চিত করেছে নিগারের দল। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের চেয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়াকেই অধিক গুরুত্বপূর্ণ বললেন বাংলাদেশ অধিনায়ক।