লিভারপুলের বিপক্ষে নিজের সব কিছু নিংড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। গোল এবং অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখতে চেয়েছিলেন তিনি। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সেই সুযোগও পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। কিন্তু যা করলেন তা এক কথায় ব্যাখ্যাতীত।
অ্যানফিল্ডে রিয়ালকে সমতায় ফেরানোর বিপরীতে ডুবিয়েছেন এমবাপ্পে। পেনাল্টিতে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন তিনি। অথচ, কিছুদিন আগে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করায় কথা উঠে রিয়ালের স্পটকিক নেওয়া উচিত এমবাপ্পের। তার উপর আস্থা রেখে সেই দায়িত্ব দেন কার্লো আনচেলত্তিও।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনি চোটের কারণে বাইরে থাকায় ম্যাচের পেনাল্টি নেওয়ার দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে।
তবে দায়িত্বটা নিতে পারলেন না এমবাপ্পে। ৬১ মিনিটে তার নেওয়া পেনাল্টি সেভ করে দেন লিভারপুল গোলরক্ষক কেলভিন কেলাহার। দলকে সমতায় ফেরাতে পারলে ম্যাচের চিত্রও হয়তো অন্যরকম হতে পারত।