২০২২ সালে ভিগনেশ শিবনকে বিয়ে করেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাদের প্রেম কাহিনী ও বিয়ে নিয়ে একটি তথ্যচিত্র। 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল ডকুমেন্টারি' এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে লাইভ হওয়ার আগে, নয়নতারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চমকপ্রদ খোলা চিঠি লিখেছিলেন। যে চিঠিতে তথ্যচিত্রে ব্যবহৃত তিন সেকেন্ডের ফুটেজের জন্য ধানুশের সহযোগিতা চাওয়া হয়েছিল। একইসঙ্গে অনাপত্তিপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
আইনি ঝামেলায় নয়নতারা
'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'-এ নানুম রাউডি ধন সিনেমার তিন সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ওই সিনেমাতে নয়নতারা ও বিজয় সেতুপাতি অভিনয় করেছিলেন এবং পরিচালনা করেছিলেন ভিগনেশ শিবান। সিনেমাটি প্রযোজনা করেছেন ধানুশ, সুতরাং ফুটেজের অধিকার তার কাছেই রয়েছে। এ নিয়ে নয়নতারা একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। যেখানে বলা হয়েছে, ধানুশ তার ও তার সঙ্গীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ পোষণ করছেন।
এই বিষয়টি অনেককে হতবাক করেছে এবং এটি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, ধানুশ নয়নতারা ও ভিগনেশ শিবনের বিরুদ্ধে সিনেমার ফুটেজ ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছেন।