অবশেষে নয়নতারার মানভঞ্জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৯:২৯

বলিউডকে ঝাঁকুনি দিয়ে শুরুটা করেছিল ‘পাঠান’। সেই ঝাঁকুনি চূড়ান্ত পরিণতি পেয়েছে ‘জাওয়ান’ এর হাত ধরে। শাহরুখ খানের বাজির ঘোড়া এখনো ছুটছে। কিন্তু তারকাবহুল এই সিনেমা মুক্তির পর বেশ মন খারাপ করেছিলেন দক্ষিণী নায়িকা নয়নতারা।


তার মনক্ষুণ্ণ হওয়ার কারণ, সিনেমায় তার চেয়ে নাকি দীপিকা পাড়ুকোনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দীপিকাকে নিয়ে এতটা মাতামাতি নিতে পারেননি। ‘জওয়ানের’ প্রচারাণাতেও ছিলেন না।


তখনই গুঞ্জন ওঠে, ক্ষোভে নাকি আর বলিউডমুখো হবেন না তিনি।


তবে, এখন শোনা যাচ্ছে, বলিউডেরই এক পরিচালক নাকি তার মানভঞ্জন করেছেন; তার হাত ধরেই আবার বলিউডে দেখা যেতে পারে নয়নতারাকে। এমনটাই জানিয়েছে সংবাদ প্রতিদিন।


‘কাজের কাজী’ সেই পরিচালক হলেন সঞ্জয় লীলা বানসালি। তার ‘বায়জু বাওরা’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন নয়নতারা, এমনই শোনা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us