ফুটবল মাঠে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয় পায়নি পেপ গার্দিওলার দল। ওই ছয় ম্যাচের প্রথম পাঁচটিতে আবার হার নিয়ে মাঠে ছেড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা। দলের এমন দুঃসময়ে গতকাল রাতে একটি ‘সুসংবাদ’ পেলেন সিটির সমর্থকেরা। তাঁদের প্রিয় দলের সাবেক এক খেলোয়াড় প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ার।
ফুটবলার থেকে কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ঘটনা ফুটবলে নতুন কোনো ঘটনা নয়। ব্যালন ডি’অরজয়ী ও ফিফার বর্ষসেরা হওয়া একমাত্র আফ্রিকান খেলোয়াড় জর্জ উইয়াহ তো পরে লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এবার জর্জিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিখেইল কাভেলাশভিলি।