বিশ্বের বহু দেশ আছে যেখানে নির্বাচন নিয়ে কোনো আলোচনা-সমালোচনা সামনে আসে না। নীরবে-নিভৃতে গ্রহণযোগ্য মানের নির্বাচন হওয়ার দৃষ্টান্ত রয়েছে পৃথিবীর বহু দেশে। যেমন নিউজিল্যান্ড নিয়ে বহির্বিশ্বে তেমন একটা আলোচনা হয় না। নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে সবকিছু চলছে স্বাভাবিক নিয়মে। কীভাবে নির্বাচন কমিশন নিয়োগ হলো, কে নিয়োগপ্রাপ্ত হলো, কে নাম প্রস্তাব করলো—এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই।
নির্বাচন কমিশন গঠনের জন্য গভর্নর জেনারেল একক সিদ্ধান্ত নিয়ে থাকেন। কাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং কীভাবে গঠন করবেন কমিশনের সিদ্ধান্ত। সে অনুযায়ীই তাদের নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের নির্বাচন নিয়ে আলোচনায় সবার আগে আসে ভোটাধিকারের কথা। হ্যাঁ, দেশটিতে সব নাগরিক, নারী-পুরুষ নির্বিশেষে নিঃসংকোচে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার ঘটনা কিংবা ভোট গ্রহণযোগ্য হবে কি হবে না—সেটি নিয়ে আলোচনা নেই। এখানে একটি কথা উল্লেখ করতেই হয়, তা হলো নারীর ভোটাধিকার নিশ্চিতে সবচেয়ে এগিয়ে আছে দেশটি। কারণ নিউজিল্যান্ডই বিশ্বে প্রথম দেশ হিসেবে নারীর ভোটাধিকার নিশ্চিত করেছিল ১৮৯৩ সালে।