দেশে সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনের অপব্যবহারের বিষয়টি দীর্ঘদিন ধরে সমালোচিত। বিগত সরকারের আমলে সমালোচনার মুখে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এর পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা হয়। তবুও এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা হয়। গণমাধ্যমসহ সুশীল সমাজ ও বিবেকবান জনগোষ্ঠীর কাছে এ আইনের নিরাপত্তাবিষয়ক সংস্কার অতি প্রয়োজনীয় মনে হয়েছে। অবশেষে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের মনোযোগ আকর্ষিত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের।
আইনটির বিতর্কিত ধারাগুলো পরিহার করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি সময়োপযোগী আইন প্রণয়নের প্রয়োজনীয়তা সামনে এসেছে। যে কোনো রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠায় জনকল্যাণমুখী ব্যবস্থার প্রয়োজনীয়তা অনস্বীকার্র্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রত্যাশিত। একইসঙ্গে এর অপব্যবহার রোধেও যথাযথ নীতিমালা অবশ্যক। কোনো অসদুদ্দেশ্যে কিংবা হয়রানির জন্য নয়, বরং বাকস্বাধীনতা ও তথ্য অধিকার নিশ্চিতে একটি মানসম্মত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।