এক্স বনাম ব্লু স্কাই

দেশ রূপান্তর প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১০:২০

টুইটারের তৈরি ব্লু স্কাই-ই এখন এক্স-এর প্রতিবন্ধকতা হতে যাচ্ছে।  ট্রাম্পের জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে চলেছে এক্স-কে এক্স করার হিড়িক। এক্সবিমুখদের সিংহভাগই বিকল্প করছেন এমন এক প্ল্যাটফর্মকে, যার পথচলা শুরু এক্স-এর হাত ধরেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লু স্কাই এরই মধ্যে সবার কাছে পরিচিত। এক্সের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপে দিন দিন ব্যবহারকারী বেড়েই চলেছে।


প্ল্যাটফর্মটি ২০১৯ সালে চালু হয়েছে। তবে সম্প্রতি এটি আলোচনায় উঠে এসেছে। এক্সবিমুখদের সিংহভাগই বিকল্প করছেন এমন এক প্ল্যাটফর্মকে, যার পথচলা শুরু এক্স-এর হাত ধরেই। অবশ্য তখন ‘এক্স’ ছিল টুইটার। এমনকি এটি টুইটারের আদলেই তৈরি একটি প্ল্যাটফর্ম বলেই মনে করছেন সবাই। এর একটি কারণও আছে বটে। কারণ হচ্ছে টুইটার নির্মাতা জ্যাক ডরসিই ব্লু স্কাইয়ের নির্মাতা। তবে এখন তিনি এর দায়িত্বে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us