বাংলাদেশের রাজধানী ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে ছিল আল্লাওয়ালা ভবন নামের এক সুরম্য অট্টালিকা। ওই ভবনে ছিল সেনাপতি থেকে রাষ্ট্রক্ষমতা দখলকারী রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বানানো রাজনৈতিক দল জাতীয় পার্টির ঢাকা মহানগর শাখার অফিস। '
এরশাদের অনুগত বিরোধী দল জাসদ (আ.স.ম রব গ্রুপ)-এর অফিসও ছিল একই ভবনে। স্বৈরাচারবিরোধী ছাত্র-গণআন্দোলন চলাকালে বিরোধী দলের কর্মসূচির ওপর মাঝে মাঝে হামলা চালানো হতো ওই ভবন থেকে। ১৯৯০ সালের অন্তিম লগ্নে স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আল্লাওয়ালা ভবন ভেঙে গুঁড়িয়ে দেয়। মানুষের উন্মত্ত ক্রোধে সেই ভবটির হাল এমন হয়েছিল যে, সেটি আর ব্যবহারের উপযুক্ত ছিল না। ভাঙাচোরা ক্ষতবিক্ষত দেয়ালের অংশবিশেষ শুধু রক্ষা পেয়েছিল। তারপর অনেকদিন সাধারণ মানুষ পরিত্যক্ত ভবনটিকে ব্যবহার করত গণপেশাবখানা হিসেবে। দল ধরে লোকে ওই ভবনে গিয়ে মূত্রত্যাগ করত। উৎকট দুর্গন্ধ পাওয়া যেত ভবনটির আশপাশ দিয়ে চলাচল করতে। পুরোপুরি ভেঙে ফেলার আগ পর্যন্ত অনেকদিন ধরে আল্লাওয়ালা ভবনের সেই ধ্বংসাবশেষ স্বৈরশাসকের প্রতি জনগণের ক্রোধের স্মারক হয়ে দাঁড়িয়ে ছিল।