গুগল ম্যাপ দেখে যেতে গিয়েই নির্মাণাধীন সেতু থেকে নদীতে পড়ে গেল গাড়ি, ৩ ভারতীয়ের মৃত্যু

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৭

ভারতের উত্তর প্রদেশে বেরেলি জেলার একটি নদীতে গাড়ি ডুবে গিয়ে তিন ভারতীয় নাগরিক মারা গেছেন। জানা গেছে, তারা গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে যাচ্ছিলেন। এসময় নির্দেশনা অনুসারে তারা একটি নির্মাণাধীন সেতুর ওপর উঠে পড়েন এবং নদীতে পড়ে যান।


গত শনিবার এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুজনের নাম বিবেক ও অমিত বলে জানা গেছে। তারা গুরুগ্রাম থেকে বেরেলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বলে জানা যায়। তারা একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। গুগল ম্যাপের নির্দেশনায় তারা একটি নির্মাণাধীন অসমাপ্ত সেতুতে উঠে পড়েন এবং সেতুর ওপর থেকে ৫০ ফুট নিচে রামগঙ্গা নদীতে পড়ে যান।


পরদিন রোববার সকালে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত গাড়িটি এবং নিহতদের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।



পুলিশ জানায়, "রোববার সকাল ৯:৩০ টায় রামগঙ্গা নদীতে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি পাওয়া যায়। পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে ওয়াগন আর মডেলের গাড়ি পড়ে থাকতে দেখেন। তারা ধারণা করছেন গাড়িটি ভাড়া হিসেবে নেওয়া হয়েছিল। সেতুর উপর কোনো সতর্কবার্তা না থাকায় গাড়িটি নদীতে পড়ে যায়।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us