পুলিশের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে রক্ষা নেই: ডিএমপি কমিশনার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৭:০১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত টাকা কেউ নিতে পারবে না।


স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে। চাঁদাবাজির টাকায় এসি ঘরে ঘুমানোর দিন শেষ।  


সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইকচালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।


দাবির পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আদালতের সিদ্ধান্ত না এলে আমি কোনো কথা বলতে পারবো না। আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আমরা আবারও আলোচনায় বসবো।


শেখ মো. সাজ্জাত আলী বলেন, অটোরিকশা চলাচলের ব্যাপারে আমি এখনই কোনো নির্দেশনা দিতে পারবো না। কারণ এ বিষয় উচ্চ আদালত রায় দেবেন। বিকেলে চেম্বার আদালতে রায় দেওয়ার কথা রয়েছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us