ডিসি নিয়োগে হচ্ছে নতুন ফিটলিস্ট, আসছে দুই স্তরের পদোন্নতি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩০

মাঠ প্রশাসনকে আরো গতিশীল করতে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিতে ফিটলিস্ট করা হবে। গত সাড়ে ১৫ বছরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির মেয়াদ শেষ পর্যায়ে এবং যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি, বিভাগীয় বা দুদকের মামলা বা অভিযোগ নেই, তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হবে।


এ ছাড়া বঞ্চনা নিয়ে যারা অবসরে গেছেন বা চাকরিচ্যুত হয়ে রিভিউ কমিটির কাছে আবেদন করেছেন, তাদের প্রাপ্যতা অনুযায়ী ভূতাপেক্ষ পদমর্যাদা ফেরত ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনকি প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডারের বাইরে থাকা অন্য ক্যাডারের কর্মকর্তারাও।


গতকাল রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।


জনপ্রশাসনসচিব বলেন, সরকারি চাকরিতে অন্তত সাড়ে পাঁচ লাখ পদ খালি। পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ হাজার ৪৩৯ জন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us