টেলিকমিউনিকেশন ও পে-টিভি পরিষেবায় ব্যয় বাড়বে ২.৪ শতাংশ

বণিক বার্তা প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৭

২০২৪ সালে বিশ্বব্যাপী টেলিকমিউনিকেশন ও পে-টিভি পরিষেবায় ব্যয় বাড়বে ২ দশমিক ৪ শতাংশ। বছর শেষে এ খাতে ব্যয় দাঁড়াবে ১ লাখ ৫৪ হাজার ৪০০ কোটি ডলার। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত ‘ওয়ার্ল্ডওয়াইড সেমিঅ্যানুয়াল টেলিকম সার্ভিস ট্র্যাকারের প্রতিবেদনে গত সপ্তাহে এ তথ্য উঠে আসে।


সর্বশেষ পূর্বাভাসটি মে মাসে প্রকাশিত আইডিসির পূর্বাভাসের প্রতিবেদনের তুলনায় ১ শতাংশ পয়েন্ট বেশি। যদি সাম্প্রতিক পূর্বাভাসটি সত্য হয়, তবে উল্লিখিত ২ দশমিক ৪ শতাংশ বার্ষিক বৃদ্ধির হার গত ১২ বছরের মধ্যে হবে সর্বোচ্চ। আইডিসি বলছে, টেলিকম বাজারে এ ধীরগতির প্রবৃদ্ধির কারণে অপারেটররা প্রতিযোগিতায় টিকে থাকতে সব ধরনের প্রযুক্তি সেবার দিকে মনোনিবেশ করছে।


এ সময় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (এমইএ) এবং লাতিন আমেরিকার পূর্বাভাস বাড়ানো হয়েছে। এর প্রধান কারণ হলো তুরস্ক, মিসর, নাইজেরিয়া ও আর্জেন্টিনার মতো দেশগুলোর উচ্চ মুদ্রাস্ফীতি। এসব অঞ্চলে ব্যবহারকারীপ্রতি গড় আয় (এআরপিইউ) বছরে ৫০ শতাংশের বেশি বাড়ছে। তবে জার্মানি ও চীনের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি অবনতির কারণে এ সময় ইউরোপ ও এশিয়া প্যাসিফিকের পূর্বাভাস কমানো হয়েছে। এদিকে উত্তর আমেরিকার ক্ষেত্রে পূর্বাভাসে খুব বেশি পরিবর্তন হয়নি, শুধু কানাডার বাজারে সামান্য বাড়ানো হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us