২০২৪ সালে বিশ্বব্যাপী টেলিকমিউনিকেশন ও পে-টিভি পরিষেবায় ব্যয় বাড়বে ২ দশমিক ৪ শতাংশ। বছর শেষে এ খাতে ব্যয় দাঁড়াবে ১ লাখ ৫৪ হাজার ৪০০ কোটি ডলার। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত ‘ওয়ার্ল্ডওয়াইড সেমিঅ্যানুয়াল টেলিকম সার্ভিস ট্র্যাকারের প্রতিবেদনে গত সপ্তাহে এ তথ্য উঠে আসে।
সর্বশেষ পূর্বাভাসটি মে মাসে প্রকাশিত আইডিসির পূর্বাভাসের প্রতিবেদনের তুলনায় ১ শতাংশ পয়েন্ট বেশি। যদি সাম্প্রতিক পূর্বাভাসটি সত্য হয়, তবে উল্লিখিত ২ দশমিক ৪ শতাংশ বার্ষিক বৃদ্ধির হার গত ১২ বছরের মধ্যে হবে সর্বোচ্চ। আইডিসি বলছে, টেলিকম বাজারে এ ধীরগতির প্রবৃদ্ধির কারণে অপারেটররা প্রতিযোগিতায় টিকে থাকতে সব ধরনের প্রযুক্তি সেবার দিকে মনোনিবেশ করছে।
এ সময় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (এমইএ) এবং লাতিন আমেরিকার পূর্বাভাস বাড়ানো হয়েছে। এর প্রধান কারণ হলো তুরস্ক, মিসর, নাইজেরিয়া ও আর্জেন্টিনার মতো দেশগুলোর উচ্চ মুদ্রাস্ফীতি। এসব অঞ্চলে ব্যবহারকারীপ্রতি গড় আয় (এআরপিইউ) বছরে ৫০ শতাংশের বেশি বাড়ছে। তবে জার্মানি ও চীনের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি অবনতির কারণে এ সময় ইউরোপ ও এশিয়া প্যাসিফিকের পূর্বাভাস কমানো হয়েছে। এদিকে উত্তর আমেরিকার ক্ষেত্রে পূর্বাভাসে খুব বেশি পরিবর্তন হয়নি, শুধু কানাডার বাজারে সামান্য বাড়ানো হয়েছে।