ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র সমালোচনা করেছে মিত্র যুক্তরাষ্ট্র। তবে আইসিসির এই রায়কে আইনি বিষয় হিসেবে সম্মান জানানো উচিত বলেছেন ইউরোপীয় ইউনিয়ন।
বলা যায়, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় নিয়ে দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র এবং ইইউ।
যুক্তরাষ্ট্র বলছে, এই রায় আপত্তিকর, বেআইনি এবং বিপজ্জনক। এর মাধ্যমে সন্ত্রাসীদের পুরষ্কৃত করা হচ্ছে। শুধু তাই নয় নেতানিয়াহুকে রক্ষার জন্য একাট্টা রিপাবলিক এবং ডেমোক্র্যাট শিবিরের সবাই।
তবে ইউরোপীয় বৈদেশিক নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, আদালতের রায় একটি আইনি বিষয়, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। তার ভাষ্য, সদস্য দেশগুলোর উচিত গ্রেফতারি পরোয়ানাকে সম্মান করা, একইসঙ্গে এটি বাস্তবায়ন ও বহাল রাখা উচিত।