যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার নির্দেশে একটি মুদিদোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ অক্টোবর দোকানের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দোকানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।
এদিকে দোকানে বসতে না পেরে এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে ছুটছেন ব্যবসায়ী লেয়াকত মণ্ডল। তাঁর বাড়ি বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামে। তাঁর অভিযোগ, তালা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন।।
গত মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা বাজার এলাকায় যশোর-মাগুরা মহাসড়ক থেকে একটি সড়ক বেরিয়ে পূর্ব দিকে চলে গেছে। সড়কটি ধরে ২০০ গজ এগোলে সড়কের ডান পাশে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়। বিএনপির কার্যালয়ের উল্টো দিকে সড়কের বাঁ পাশে দোতলা বাড়ি। এর নিচে লেয়াকত মণ্ডলের মুদিদোকান। আর দোতলা ভাড়া দেওয়া। মুদিদোকানের সামনের দিকের ভেতরের পাশে শাটারে দুটি এবং পূর্ব পাশের বাইরের দিকে শাটারে একটি তালা লাগানো।