বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর সমালোচনা চলছে। এর মধ্যে তারা নাকি ডিভোর্স অবধি দিয়ে দিয়েছেন। যদিও এ সমীকরণ নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন এ দম্পতি। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা। আলাদা হয়ে গেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই এমন কথা চাউর। আর সেই গুঞ্জনকে যেন সত্যি প্রমাণ করছেন অমিতাভপুত্র। বউয়ের পর মেয়ের জন্মদিনেও তিনি চুপ।
এর আগে গত ১৬ নভেম্বর ১৩ বছরের জন্মদিন পালন করল আরাধ্যা বচ্চন। আর সেদিনের মেয়ের জন্মদিনের কিছু বিশেষ মুহূর্ত এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলেন মাম্মা ঐশ্বরিয়া রাই বচ্চন। মেয়ে যে অফিসিয়ালি তার টিনএজের দিনে পা রাখল, সেটিও উল্লেখ করতে ভুললেন না তিনি। এসবের মাঝে ছিলেন না অভিনেতা অভিষেক বচ্চন।