আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এটাকে এগিয়ে নেয়ার জন্য কীভাবে সত্য ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দেশকে গড়তে পারি, সেই বিষয়ে আমরা সবাই কাজ করছি। আমাদের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট নিহাদ কবির দুটো প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কথা বলেছেন। একটা ছিল বৈষম্য করার বিষয়ে, বিশেষত অডিট সিলেকশনে ক্ষেত্রে। আমি দায়িত্ব নেয়ার পরই বিষয়টি নিয়ে সরাসরি কাজ করেছি।
প্রতি বছর একজন করদাতাকে বারবার সিলেক্ট করার প্রক্রিয়াটি বন্ধ করা হয়েছে। অটোমেটেড না করা পর্যন্ত আমাদের কোনো আয়কর রিটার্ন ব্যক্তিগতভাবে সিলেক্ট করা বা ম্যানুয়ালি হবে না। এটা বন্ধ করে দিয়েছি। একইভাবে ভ্যাটের ক্ষেত্রেও, আমরা বলেছি যে আমাদের অটোমেটেড সিস্টেম রেডি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো অডিট সিলেকশন করব না। এছাড়া যারা ভ্যাট রিটার্ন দেন অনলাইনে তাদের আবার পেপার রিটার্ন নিয়ে অফিসে যেতে হতো সই-স্বাক্ষরের জন্য। এখন থেকে এটাও আর করা লাগবে না। এটা আমরা চিহ্নিত করেছি এবং আপনারা দেখেছেন যে এ বছর আমাদের প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছেন। আমাকে তিনি নির্দেশ দিয়েছেন, আমরা এমন ব্যবস্থা করব যাতে করদাতাদের কর দিতে অফিসে আসতে না হয় এবং এর একমাত্র সমাধান হলো অটোমেশন। আমরা চেষ্টা করছি যাতে আমাদের করদাতারা সহজে অনলাইনে ই-রিটার্ন সাবমিট করতে পারেন, সহজে কর জমা দিতে পারেন।