ব্যবহারকারীদের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম, যেখানে অ্যাপটির রেকমেন্ডেশন পুরোপুরিভাবে রিসেট করার সুযোগ মিলবে।
‘রিসেট’ করার মাধ্যমে ব্যবহারকারীরা ‘নতুন করে প্লাটফর্মটির ব্যবহার শুরু’ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তবে এতে কেবল অ্যাপটির রেকমেন্ডেশন রিসেট হবে, পোস্ট মুছে যাবে না।
বর্তমানে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে নতুন টুলটি। এটি চালু হলে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা যে ধরনের পোস্ট ও কনটেন্ট দেখতে পছন্দ করেন সেগুলো রেকোমেন্ড করতে বর্তমানে ইনস্টাগ্রামে থাকা বিভিন্ন পোস্ট ও কনটেন্ট সরিয়ে ফেলবে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাপের সবকিছু সরিয়ে ফেলার পর আবার তা নতুন করে শুরু করবে প্ল্যাটফর্মটি। ঠিক যেন এক নতুন অ্যাকাউন্ট পেয়েছেন ব্যবহারকারীরা, যেখানে নতুন ধরনের রেকোমেন্ড পোস্ট ও কনটেন্ট দেখার সুযোগ মিলবে তাদের।
প্রযুক্তির বিভিন্ন অ্যালগরিদম মানুষকে অস্বাস্থ্যকর বা নেতিবাচক বিভিন্ন কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে– এমন উদ্বেগের মধ্যে এই ‘রিসেট’ ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম।