ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স সাফল্যের সঙ্গে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর সবচেয়ে অত্যাধুনিক যোগাযোগ স্যাটেলাইট 'জিস্যাট-এনটু'কে মহাকাশে পাঠিয়েছে।
আজ মঙ্গলবার ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেস এক্সের রকেট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে এই স্যাটেলাইট পাঠানো হয়েছে, যার মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেবে কতৃপক্ষ।
ইসরোর বিবৃতির বরাত দিয় এই তথ্য জানিয়েছেন দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা।
চার হাজার ৭০০ কেজি ওজনের স্যাটেলাইটটি ৪৮ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) গতিতে ডাটা আদানপ্রদান করতে পারে।
এটি একই সঙ্গে ফ্লাইট চলাকালীন সময় উড়োজাহাজে ইন্টারনেট সেবা দেবে।