আসছে ২৫ হাজার গুণ শক্তিশালী দানব প্রসেসর!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:২০

কানাডার কোয়ান্টাম কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি-ওয়েভ নতুন এক প্রসেসর তৈরির ঘোষণা দিয়েছে। অ্যাডভান্টেজ ২ নামের এই প্রসেসরটি তাঁদের আগের ৫০০০-কিউবিট সিস্টেমের প্রসেসরের চেয়ে ২৫ হাজার গুণ দ্রত কাজ করতে পারে।


অ্যাডভান্টেজ ২ প্রসসের ৪,৪০০-এর বেশি কিউবিট আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ম্যাট্রিয়াল সায়েন্স এবং অপ্টিমাইজেশনের টাস্ক সংযুক্ত এই প্রসেসরটি জটিল সব কাজ আর গণনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।


এক বিবৃতিতে ডি-ওয়েভ জানিয়েছে, নতুন এই প্রসেসর আগের মডেলের চেয়ে অনেক দ্রুত এবং আরও সঠিক ফলাফল দিতে সক্ষম।


ডি-ওয়েভের বলছে, নতুন এই প্রসেসরটি ম্যাট্রিয়াল সায়েন্সের থ্রি-ডি ল্যাটিসের সমস্যগুলি নিয়ে আরও নিখুঁতভাবে কাজ করতে পারে। এ ক্ষেত্রে আগের সবচেয়ে শক্তিশালী প্রসেসরের তুলনায় অ্যাডভান্টেজ ২ ২৫ হাজার গুণ দ্রত এবং পাঁচগুণ ভালো ফলাফল দেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us