বুমরাহকে সামাল দিতে ম্যাকসুয়েনির উপর অনেক ভরসা ক্লার্কের

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:০৪

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে একটা কঠিন সমস্যার সমাধান খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে উসমান খাওয়াজার সঙ্গী হিসেবে ন্যাথান ম্যাকসুয়েনির নাম ঘোষণা করেছে তারা। ২৫ পেরুনো সাউথ অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটারকে নিয়ে ভীষণ আশাবাদী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে নতুন বলে বুমরাহকে সামাল দেওয়ার জন্য আদর্শ হবেন ম্যাকসুয়েনি।


ডেভিড ওয়ার্নার অবসরে যাওয়ার পর টেস্টে ওপেনিংয়ে একটা জায়গা ফাঁকা হয়ে যায় অস্ট্রেলিয়ার। স্টিভেন স্মিথ চার থেকে উঠে ওপেন করেন চার টেস্ট। তাকে নিয়ে পরীক্ষা সফল হয়নি। আরেকজন ওপেনারের মরিয়া খোঁজ চলছিল।


সেই তালিকায় ছিলেন চারজন, স্যাম কনস্টাস, ক্যামেরন বেনক্রফট, মার্কাস হ্যারিস ও ন্যাথান ম্যাকসুয়েনি। এরমধ্যে কনস্টাস ও বেনক্রফট গত দুই মৌসুমে প্রচুর রান করেছেন। ম্যাকসুয়েনি আবার মূলত খেলতেন মিডল অর্ডারে। তবে অজি নির্বাচকরা তাকেই মনে করেছেন নতুন বলের জন্য উপযুক্ত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us