আট থেকে আশি—সবার পছন্দ ফেলুদা। তাকে নিয়ে সিনেমা নির্মাণ শুরু করেন খোদ সত্যজিৎ রায়। এরপর বেশির ভাগ চলচ্চিত্রই নির্মাণ করেছেন তার ছেলে সন্দীপ রায়। ফেলুদার চলচ্চিত্রের এ অংশ গুরুত্বপূর্ণ। সে বিষয়েই সাহিত্যের গোয়েন্দাদের নিয়ে ধারাবাহিক আয়োজনের আজ চতুর্থ পর্ব
বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে? এমন প্রশ্ন করলে এক কথায় সবাই বলবেন—ফেলুদা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ জনপ্রিয় এবং বাংলা সাহিত্যের অন্যতম ম্যাচিউর গোয়েন্দা জনপ্রিয়তার শুরুতেই শীর্ষে ফেলুদা। ব্যোমকেশের বর্তমান জনপ্রিয়তার অন্যতম কারণ একের পর এক সিনেমা হওয়া, কিন্তু ফেলুদার জনপ্রিয়তা ছিল ‘কনসিস্ট্যান্ট’। ১৯৬৫ সালে সন্দেশ পত্রিকায় প্রথম গল্পটি প্রকাশ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আট থেকে আশি সবার কাছেই তিনি জনপ্রিয় ও গ্রহণযোগ্য। চলচ্চিত্রেও তার ব্যতিক্রম হয়নি।