উজ্জ্বয়িনী রায়
সুন্দর পোশাক পরে কাচের শো-কেসে দাঁড়িয়ে থাকা যাদের কাজ, তারা যদি হেঁটে বেড়ায় তাহলে খানিক বিরক্ত লাগতেই পারে। ভুল হলো, বিরক্ত নয়, ভয় লাগবে। শো-কেসে যারা দাঁড়িয়ে থাকে তারা তো কেউ রক্ত মাংসের মানুষ নয়। মানুষের মতো দেখতে প্লাস্টিকের প্রাণহীন ম্যানেকুইন। নির্জীব ম্যানেকুইনের হেঁটে চলার কথা ভূতের গল্পের বইতে কেউ হয়তো পড়েছেন। সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ়েও দেখে থাকতে পারেন। আর সেই সব ম্যানেকুইনের সঙ্গে যুক্ত থাকে একটাই নাম, ‘ভ-এ দীর্ঘ-ঊ, ত্’ ভূত! বলা বাহুল্য চোখের সামনে এমন দৃশ্য দেখলে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জন্য ছটফট করবেই।