‘যত দিন দরকার, তত দিন’ ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টি আবার জোর দিয়ে বলেছেন জি-৭ জোটের নেতারা।
আলোচনার মাধ্যমে আগামী বছর ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দিক থেকে এমন বক্তব্য আসার পর জি-৭ জোটের নেতারা ইউক্রেনকে ‘যত দিন দরকার, তত দিন’ সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টি আবার জোরের সঙ্গে বললেন।
এক রেডিও সাক্ষাৎকারে আলোচনার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টায় আগামী বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার ইচ্ছার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল শনিবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
জেলেনস্কি বলেছেন, তাঁর দিক থেকে আগামী বছরের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়ায় রাশিয়ার আগ্রাসী বাহিনীর সঙ্গে যুদ্ধ শেষ করার সব প্রচেষ্টা করা হবে।
আগের দিন জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অর্থ, যুদ্ধ সম্ভবত ‘আগেই’ শেষ হবে।