উপদেষ্টার ব্যক্তিগত লোক দিয়েই কেন প্রকল্পের মনিটরিং-মূল্যায়ন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চলমান সব উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কারণ, চলমান সব প্রকল্পের ক্রয় কার্যক্রম ও অর্থছাড় বন্ধ করে দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। চলমান এসব প্রকল্প উপদেষ্টার ব্যক্তিগতভাবে নিয়োগ করা মো. তারিক কাদেরের মাধ্যমে মনিটরিং ও মূল্যায়নের পরই সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানা গেছে। তবে, ইতোমধ্যে এসব প্রকল্পের অনুকূলে নিয়মিত অর্থছাড় করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।


এ ছাড়া পরিকল্পনা কমিশন বা বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগেরও (আইএমইডি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রকল্পগুলো নিয়ে কোনো অভিযোগ বা নির্দেশনা নেই। সুতরাং উপদেষ্টার এমন সিদ্ধান্তে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারাও হতবাক।


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, উপদেষ্টা শারমীন এস মুরশিদ নিজ ক্ষমতার জোরে অনেক কিছুই করতে চাইছেন। উনি সহজে কারও সঙ্গে দেখা করতে চান না। মন্ত্রণালয় বা অধিদপ্তরের কর্মকর্তা অথবা প্রকল্প সংশ্লিষ্ট কারও সঙ্গেই তিনি কথা বা দেখা করেন না। উনি ইতোমধ্যে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন এনজিও প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করা মো. তারিক কাদেরকে চলমান সব প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন করার দায়িত্ব দিয়েছেন। উপদেষ্টার দপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া  হয়েছে। অভিযোগ উঠেছে, তারিক কাদেরের নিয়োগ প্রশাসনিক কাঠামো মেনে করা হয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us