কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, ‘পিকনিক মুডের এনসিএল’ বদলাবে কবে। ভিডিওটি দেখে জাতীয় লিগের সঙ্গে যুক্ত বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, একটি বল দিয়ে পুরো জাতীয় লিগের মান বিচার করা ঠিক হবে না। তাঁদের দাবি, এবার প্রত্যাশিত মানেই আয়োজন করা হচ্ছে জাতীয় লিগ।