অ্যান্ড্রয়েডে নতুন দুই নিরাপত্তা–সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৯

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে ম্যালওয়্যার ও প্রতারণামূলক কার্যক্রম থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে অ্যান্ড্রয়েডের জন্য নতুন দুটি সুরক্ষা–সুবিধা এনেছে গুগল। রিয়েল টাইম স্প্যাম ডিটেকশন ও লাইভ থ্রেট ডিটেকশন নামে সুবিধা দুটির মধ্যে রিয়েল টাইম স্প্যাম ডিটেকশন সুবিধাটি এখন বেটা সংস্করণে নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে।


পিক্সেল ৬ ও এর পরবর্তী মডেলগুলোর জন্য রিয়েল টাইম কল স্প্যাম শনাক্তকরণ সুবিধা চালু করেছে গুগল। গুগল আইও ইভেন্টে এ সুবিধার ঘোষণা দেওয়ার পর এবার চালু করা হলো। এ সুবিধার মাধ্যমে ফোনে কথোপকথনের সময় এআই প্রযুক্তি সন্দেহজনক প্রশ্ন বা আচরণ শনাক্ত করবে। প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সিস্টেম কলটিকে অ্যালার্ট হিসেবে চিহ্নিত করে ব্যবহারকারীকে কল কেটে দেওয়ার পরামর্শ দেবে। পিক্সেল ৬ ও এর পরবর্তী মডেলের জন্য সুবিধাটি এখন ‘ফোন বাই গুগল’ অ্যাপের বেটা সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। পরবর্তী সময়ে সুবিধাটি অন্যান্য ব্যবহারকারীদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us