ছুটির দিনে ঢাকার বাতাসের এ কী হাল

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫৬

রাজধানী ঢাকার বায়ুদূষণের বড় উৎস যানবাহন ও কলকারখানার ধোঁয়া। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে যানবাহন কম চলে। আবার অনেক কলকারখানাও বন্ধ থাকে। তাই কর্মদিবসগুলোতে বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হয়। গত মঙ্গলবার থেকে টানা তিন দিন সকালের দিকে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। আজ শুক্রবার ছুটির দিনের সকালে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর।’ আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৫৫। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়।


গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ছিল ৯ম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৭০।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।


আজ সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৭৩২। আর দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ছিল ৬৪৯।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us