রোজার মাস সামনে রেখে খেজুরের বাজার সহনীয় রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
রোববার এ বিষয়ে তৈরি করা এক প্রতিবেদনে ট্যারিফ কমিশন খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং অগ্রিম কর ১০ থেকে কমিয়ে ৩ শতাংশ করার সুপারিশ করে।
সেই সঙ্গে আমদানি পর্যায়ে খেজুরের ওপর থেকে ৫ শতাংশ আগাম করও আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পুরোপুরি মওকুফ করার সুপারিশ করেছে কমিশন।
সুপারিশের প্রেক্ষিতে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক নীতি) মুকিতুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা এ বিষয়ে আমাদের পর্যালোচনাসহ একটি সারাংশ তৈরি করেছি। সেটি অনুমোদনও হয়েছে। দ্রুতই হয়ত সরকার নীতিগত সিদ্ধান্ত জানাবে।”