রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ২১:৫৭

বছরের শেষ আন্তর্জাতিক সূচির শুরুটা হয়েছে একদিন আগেই। বাংলাদেশ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। তবে বাংলাদেশের দর্শক কিংবা বিশ্বব্যাপী আন্তর্জাতিক সূচির বড় ম্যাচটা মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মাঠে নামছে ব্রাজিল। আর পুব আকাশে সূর্য যখন উঁকি দেবে, সেই ভোর সাড়ে ৫টায় মাঠে নামবে আর্জেন্টিনা।   


লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভিন্ন ম্যাচে মাঠে নামছে এই দুই চির-প্রতিদ্বন্দ্বী। নিজেদের ১১তম ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের ঘরের মাঠ ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে। 


দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে স্কালোনি শিষ্যরা। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭ জয়ে ২২ পয়েন্ট আলবিসেলেস্তেদের। মেসি বাহিনী টেবিলে সবার ওপরে। তবে প্যারাগুয়ে শিবিরে ঠিক উল্টো সুর। ১০ ম্যাচ খেলে মাত্র তিন জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান দেশটির। বিশ্বকাপের মূল পর্বের খেলার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us