ত্রিশোর্ধ্ব ডায়াবেটিক রোগীদের অন্ধত্বের ঝুঁকি ৯০ শতাংশ

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১৮:২৭

ডায়াবেটিক রোগীদের নানা জটিলতার মধ্যে অন্যতম হচ্ছে রেটিনায় সমস্যা, যাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ৩৪ শতাংশ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি। একবার রেটিনোপ্যাথি দেখা দিলে আর আগের অবস্থায় ফেরে না। এই রোগে চিকিত্সা অনেক ব্যয়বহুল এবং এর শেষ পরিণতি অন্ধত্ব।


দেশের আট বিভাগের কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিয়ে আসা ১০ হাজার রোগীর ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। গত বছরের জুলাইয়ে এই গবেষণাকাজ শেষ করে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।


বিশেষজ্ঞরা বলছেন, রেটিনা হলো চোখের পেছনে অবস্থিত আলোক সংবেদনশীল টিস্যু, যা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের জন্য ক্ষতিগ্রস্ত হয়। এই রোগে সাধারণত দুই চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং সঠিক চিকিত্সা করা না হলে দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে।


৩০ বছরের কম বয়সী ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ১০ বছর পর ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা শতকরা ৫০ ভাগ। কিন্তু ৩০ বছরের অধিক বয়সী ডায়াবেটিক রোগীদের রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা অনেক বেশি, শতকরা ৯০ ভাগ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us