একসময় ঢালিউডের শক্তিমান অভিনেতা ছিলেন ওয়াসীমুল বারী রাজীব। যাকে সবাই চিনতেন রাজীব নামেই। সিনেমার পর্দায় নেতিবাচক চরিত্রেই বেশি দেখা গেছে তাকে। অভিনেতার বাঘের মতো সংলাপ আর ভয়েস দিয়ে পর্দায় কাঁপন ধরাতেন তিনি।
অভিনয়ে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনি তার বাচনভঙ্গি, যেকোনো অভিনেতার জন্য ঈর্ষণীয়। এ কারণেই তিনি ছিলেন দর্শকদের মণিকোঠায়।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজীবের চলে যাওয়ার দিন। আজ থেকে ২০ বছর আগে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে।
২০০৪ সালের আজকের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছরেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তবে অভিনেতা হিসেবে এখনো মানুষের হৃদয়ে রয়েছেন তিনি।
প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। চলচ্চিত্রপ্রেমীদের কাছে খল অভিনেতা হিসেবেই বেশি খ্যাতি তার।