বেড়েছে টিকিটের দাম, কমেছে দর্শক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

দেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারাধীন। তাই প্রায় আড়াই বছর যাবৎ এখন বাফুফের সবেধন নীলমণি বসুন্ধরা কিংসের কিংস অ্যারেনা। এই মাঠে বাংলাদেশের ম্যাচে গ্যালারীতে দর্শক উপস্থিতি থাকে ব্যাপক। সেই তুলনায় আজ বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে দর্শক উপস্থিতি এখন পর্যন্ত অনেকটাই কম।


বাফুফে বাংলাদেশ-মালদ্বীপ দুই ম্যাচ সিরিজের জন্য টিকিট মূল্য ধার্য করেছে ৩০০, ৫০০ ও ৮০০ টাকা। যা মাস পাঁচেক আগে বিশ্বকাপ বাছাইয়ে ছিল ২০০, ৩০০ ও ৫০০। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে বাফুফে টিকিটের মূল্যও বাড়ায়। এ নিয়ে ফুটবল সমর্থকরা সমালোচনা করেন।


টিকিট বৃদ্ধির প্রভাব খানিকটা পড়েছে আজকের গ্যালারীতে। দুই পাশের সাধারণ গ্যালারী ম্যাচ শুরুর সময় প্রায় ৭০ ভাগই ছিল ফাঁকা। প্রথমার্ধ শেষ হওয়ার সময় লোকজন খানিকটা আসায় গ্যালারী কিছুটা ভরেছে। এরপরও ফাঁকার অংশ সাদা চোখে ধরা পড়েছে ব্যাপকভাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us