বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। আজ তার ৭৬তম জন্মদিন। এ দিন উপলক্ষে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদেরই হাতে গড়া নুহাশপল্লীতে এক হাজার ৭৬টি মোমবাতি প্রজ্বলন করা হয়।
এতে পুরো নুহাশপল্লী আলোকিত হয়ে ওঠে। পরে সেখানে কর্মকর্তা-কর্মচারীরা জন্মদিনের কেক কেটে হুমায়ূন আহমেদের জন্মদিনের কর্মসূচি শুরু করেন। সকালে নুহাশপল্লীতে আসেন হুমায়ূন আহমেদের ছেলে নিশাত। পরে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার ছেলে নিনিত ও শাওনের বাবা মোহাম্মদ আলী নুহাশপল্লী আসেন।
শাওন তার দুই ছেলে বাবা ও নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নুহাশপল্লীর লিচুতলায় চির নিদ্রায় শায়িত হুমায়ূন আহমেদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে শরিক হন তার পরিবারের সদস্য এবং বিপুল সংখ্যক ভক্ত।