অনুষ্ঠান হোক কিংবা ঘরোয়া পার্টি, এসব অনুষ্ঠানে মেকআপ করতেই হয়। প্রতিটি ফাংশনে আমরা নিজেদের সেরা দেখাতে মেকআপের কোনো কমতি রাখি না। আইলাইনার, ব্লাশ থেকে শুরু করে ফাউন্ডেশন সবই ব্যবহার করে থাকি। তবে যতটা ধৈর্য নিয়ে মেকাপ করা হয়, তোলার সময় সেব ধৈর্য তাকে না।
নামীদামি প্রসাধনী হলেও মেকআপ না তুললে আমাদের ত্বক ক্ষতিগ্রস্থ হয়। তাই সময় নিলেও মেকাপের পর ত্বক পরিষ্কার করা উচিত।
যে সমস্যাগুলো হতে পারে?
১. দীর্ঘক্ষণ ত্বকে মেকআপ থাকলে রোমকূপ বন্ধ ব্রণ ও ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে।
২. মেকআপ না তুলে ঘুমিয়ে পড়লে ত্বক বুড়িয়ে যায় এবং দ্রুত বলিরেখা পড়ে।