জনপ্রশাসনে সংস্কার আনতে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে বিভিন্ন পেশার নাগরিকদের মতামত জানতে চেয়েছে এ সংক্রান্ত কমিশন। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে তদবির বন্ধসহ বেশ কয়েকটি বিষয়ে তাগিদ দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক আমলারা।
গত ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। জনমুখী, দক্ষ ও জবাবদিহিমূলক এবং নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে এ কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ৯০ দিনের (৩ মাস) মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, ইতোমধ্যে কয়েকটি বৈঠকও করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সংস্কারের বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের মতামত জানতে চেয়েছে এ কমিশন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে ও সরাসরি নাগরিকরা তাদের অভিপ্রায় ও অভিমত জানাতে পারবেন।