তিন দিন পর মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘দরদ।’ প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, প্যান ইন্ডিয়ান সিনেমা। যাহোক, সিনেমাটি নিয়ে শুরু থেকে শাকিব–ভক্তদের আগ্রহ দেখা গেলেও এখন হাতাশ বেশির ভাগই। কারণ, সিনেমার গান, টিজার, ট্রেলার, পোস্টার প্রকাশে আরও সচেতন হওয়া দরকার ছিল বলে মনে করছেন তাঁরা। যে কারণে ভক্তরাই বলছেন খুশি নন সিনেমার প্রচারণায়। এদিকে মুক্তির দিন যতই কাছে আসছে, ততই সিনেমার পরিচালকে নিয়ে শাকিব–ভক্তদের অভিযোগ বাড়ছে।
সিনেমার পরিচালক অনন্য মামুন শুটিংয়ের আগে ও পরে ‘দরদ’ সিনেমা নিয়ে আওয়াজ ওঠালেও বর্তমানে সিনেমাপ্রেমীদের হতাশ হওয়ার বেশ কারণ রয়েছে। ফেসবুকে কেউ কেউ লিখেছেন, ‘প্রিয় তারকার সিনেমা আগে কখনোই এতটা অসহায় প্রচারণায় পড়েনি’, ‘শাকিবের সিনেমা নিয়ে এমন শুধু শুধু আওয়াজও আগের সিনেমাগুলোর ক্ষেত্রে দেখা যায়নি।’ শুধু তা–ই নয়, একের পর এক কথা দিয়েও কথা রাখতে পারেননি পরিচালক; এ নিয়ে ক্ষমাও চেয়েছেন অনন্য মামুন। পরে জানিয়েছেন জটিলতার কথা। তবে এসব কাণ্ডে ঢালিউড সিনেমার ভক্তরা কেউ কেউ হতাশ হয়েছেন।