রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সংকটের ভেতরই রয়েছে। উত্তরাধিকার সূত্রে যে রাষ্ট্রটি পাওয়া গেছে, সেটি ব্রিটিশের তৈরি। তার চরিত্র ছিল আমলাতান্ত্রিক; পাকিস্তানি শাসনে সে আরো অধিক আমলাতান্ত্রিক হয়ে উঠেছিল। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা দর-কষাকষির ভেতর দিয়ে ঘটেনি, যেমনটি ঘটেছিল পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে।
এই রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটেছে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, যে মুক্তির একেবারে প্রথম শর্ত ছিল রাষ্ট্রটিকে কেবল আয়তনে ছোট করা নয়, চরিত্রগতভাবে বদলে ফেলা অর্থাৎ ভেঙে ফেলে তাকে গণতান্ত্রিক চরিত্র দেওয়া। বাস্তব সত্য হচ্ছে এটা যে ওই কর্তব্য পালনটি সম্ভব হয়নি। উল্টো বরং রাষ্ট্র আগের চেয়েও অধিক আমলাতান্ত্রিক হয়ে উঠেছে। একাত্তরে কেউ কি ভাবতে পেরেছিল যে স্বাধীন বাংলাদেশে কোনো দিন সামরিক অভ্যুত্থান ঘটবে? সেটি ঘটেছে।