হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিলকে দায়িত্ব নেওয়ার ছয় মাসের কম সময়ের মধ্যে বরখাস্ত করেছে ক্ষমতাসীন ট্রানজিশনাল প্রেসিডেনশিয়াল কাউন্সিল (টিপিসি)।
কাউন্সিলের ৯ সদস্যের মধ্যে ৮ জনের সই করা একটি নির্বাহী আদেশে কনিলের স্থলাভিষিক্ত করতে এক ব্যবসায়ী এবং হাইতির সাবেক সিনেট প্রার্থী অ্যালিক্স দিদিয়ার ফিলস এইমির নাম ঘোষণা করা হয়েছে।
কনিল জাতিসংঘের সাবেক কর্মকর্তা। হাইতিতে গ্যাং-নেতৃত্বাধীন চলমান নিরাপত্তা সংকটের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল, তিনি ২০১৬ সালের পর হাইতিতে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করবেন।