অনেক দিন ধরেই বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী আরাফাত হোসেন। কিন্তু তার সেই প্রস্তুতিতে বারবার বাধা হয়ে এসেছে বিয়েতে ‘বাধ্যতামূলক’ স্বর্ণালঙ্কারের আকাশচুম্বি দাম।
বাধ্য হয়েই বাবা-মায়ের চাকরির অর্থ ও নিজের জমানো টাকা দিয়ে উচ্চমূল্যেই অলঙ্কার কিনেছেন তিনি।
বাজেটের পুরো অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত পরিমাণ স্বর্ণ কিনতে পারেননি আরাফাত।
তার ভাষ্য, “আমার ইচ্ছে ছিল ৮০ থেকে ৯০ গ্রাম কেনা। পরে বাজেট ক্রস করায় ভেবেছিলাম ৭ লাখ টাকা দিয়ে ৭০ গ্রাম কিনব। অথচ আমি কিনতে পেরেছি কেবল ৫৭-৫৮ গ্রাম।
“গড়ে ৩০ হাজার টাকা করে বেড়ে গেছে। গোল্ড কিনে আমি তো শেষ,” এভাবেই অসহায়ত্বের কথা বলেন তিনি।