করজাল সম্প্রসারণের পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএসআর দাখিল (আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র) নিশ্চিত করার ওপর অধিকতর গুরুত্ব দিয়েছে।
সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ বিষয়ে একটি সভা করেছেন, যেখানে তিনি কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে এ বিষয়টি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
সরকারি কোষাগারে রাজস্ব সংগ্রহ বাড়াতে এবং এনবিআরের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ৪৩টি সেবার জন্য এখন আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
সভার তথ্য অনুযায়ী, এনবিআর চেয়ারম্যান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এসব সেবায় পিএসআর দাখিল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।