ঘরের সব কাজেই এখন স্মার্ট গ্যাজেট ব্যবহার করছেন। ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না সব কিছুই করছে স্মার্ট গ্যাজেট। অনেকেই বাড়িতে বা অফিসে স্মার্ট কফি মেকার ব্যবহার করেন। যেগুলো কানেক্টেট থাকে ওয়াই-ফাইয়ের সঙ্গে, এসব স্মার্ট কফি মেকার আপনার ফোন বা ভয়েস কমান্ডেও চালানো যায়।
ফোনের অ্যাপের সাহায্যে আপনি স্মার্ট কফি মেকারকে কমান্ড দিতে পারবেন। আপনার বির্দেশনা অনুযায়ী কফি মেকার পছন্দের কফি বানিয়ে দেবে। তবে এতো সব উপকারের পাশাপাশি এই স্মার্ট কফি মেকারই হতে পারে হ্যাকারদের ফাঁদ।
আপনার অজান্তেই কফি মেশিনের সফটওয়্যার হ্যাক করে ফেলতে পারে প্রতারকরা। কফি মেশিনের সূত্র ধরে আপনার বাড়ি বা অফিসের গোটা নেটওয়ার্কেই থাবা বসাতে পারে প্রতারকরা। তাতে যেমন আপনার কফি মেশিনটির ক্ষতি হওয়া সম্ভব, তেমনই আপনার অত্যন্ত জরুরি ডাটাও লিক হয়ে যেতে পারে। ভবিষ্যতে যার মাশুল গুণতে হবে আপনাকে বা আপনার প্রতিষ্ঠানকে।