গুগল মেসেজে শিগগিরই একটি নতুন ফিচার যোগ হতে যাচ্ছে। ফিচারটি ব্যবহারকারীদের আরসিএস মেসেজ (রিচ কমিউনিকেশন সিস্টেম) হাই রেজল্যুশনের ছবি পাঠানোর সুবিধা দেবে। বর্তমানে কিছু বেটা ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে ফিচারটি দেয়া হয়েছে। খবর গ্যাজেটস থিসিক্সটি।
গুগলের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের মতো কাজ করবে। ব্যবহারকারীরা ছবি পাঠানোর সময় স্ট্যান্ডার্ড বা হাই রেজল্যুশন নির্বাচন করতে পারবেন। তবে হাই রেজল্যুশনের ছবি পাঠাতে এটি তুলনামূলক বেশি ডাটা ব্যবহার হবে। এছাড়া গুগল মেসেজে মেসেজ এডিট করার ফিচারও পাওয়া যাচ্ছে। মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এটি এডিট করা যাবে।