উয়েফা নেশন্স লিগে আসছে ম্যাচ দুটি খেলতে জাতীয় দলে যোগ দিতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ডকে আরেকবার দলের বাইরে রাখলেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
এমবাপেকে ছাড়াই ইসরায়েল ও ইতালি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন দেশম। সংবাদ সম্মেলনে দলের অধিনায়ককে না নেওয়ার কারণ জানাননি তিনি। তবে সিদ্ধান্তটি একান্তই তার নিজের।
“আমি তার সঙ্গে আলোচনা করেছি। (তাকে না নেওয়ার) সিদ্ধান্তটি শুধু এই ব্লকের (মাসের) ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।”
গত অক্টোবরে নেশন্স লিগের সবশেষ দুই ম্যাচের দলেও ছিলেন না এমবাপে। সে সময় দেশম বলেছিলেন, পুরোপুরি সেরে ওঠার জন্য এমবাপেকে বিশ্রাম দিয়েছেন তিনি। কিন্তু অধিনায়ককে দলে না দেখে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফরাসি সমর্থকরা।