ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গলায় গুলিবিদ্ধ হয়েছিলেন মাদরাসাছাত্র আবুল হাসান শাহীন। বিভিন্ন হাসপাতালে ঘুরে আর্থিক সংকটে ও উন্নত চিকিৎসার অভাবে বের করা যায়নি সেই গুলি।
অন্যদিকে ছাত্র আন্দোলনের তিন মাস অতিবাহিত হলেও আহতদের তালিকায় নাম না থাকায় মেলেনি কোনো সরকারি-বেসরকারি সহায়তাও। এ অবস্থায় পড়ালেখার পাশাপাশি টিউশনি করে ওষুধ কিনে কোনোভাবে নিজের চিকিৎসা চালাতে হচ্ছে তাকে।
কিন্তু তাতেও হিমশিম খাচ্ছেন দরিদ্র পরিবারের এই সন্তান।
২১ বছরের আবুল হাসান শাহীন ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের ফল বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ী এনায়েত উল্যাহর ছেলে।
ফেনী আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী শাহীন গলায় গুলি নিয়েই পরীক্ষায় অংশ নিয়েছেন।